নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বিজেপি সূত্রে খবর, বাঁকুড়া শহরের মাচানতলা থেকে শুশুনিয়া পর্যন্ত ‘হরঘর তিরঙ্গা’ কর্মসূচীর অঙ্গ হিসেবে জাতীয় পতাকা নিয়ে একটি বাইক মিছিলের কথা ছিল। যাত্রা শুরুর আগে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কম্ব্যাট ফোর্স, রেফ ও অন্যান্য পুলিশ কর্মীরা তা বানচালের চেষ্টা করে ।
এই ঘটনায় কয়েকজন বিছেপি কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি পরে বিজেপি কর্মীরা পুলিশী বাধা টপকে শুশুনিয়ার উদ্দেশ্যে রওনা হলে ছাতনার পারবাকড়া মোড়েও পুলিশ তাদের আটক করে বলে অভিযোগ। খবর পেয়ে ঐ জায়গায় পৌঁছান স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, ১৪৪ ধারা জারি না করেও ১৪৪ ধারা জারির পরিস্থিতি তৈরী করে। এটা অত্যন্ত গর্হিত কাজ। স্বাধীন দেশে এই জিনিস হয়না। তবুও তাঁদের দলের কর্মীরা লক্ষ্যে স্থির থেকে পৌঁছে গেছেন বলে তিনি জানান।