সমুদ্রে তলিয়ে যাওয়া বেয়াড়া পর্ষটককে উদ্ধার করে প্রাণ বাঁচালো নুলিয়ারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিঘা :: নিম্নচাপের সর্তকতা জারি করা হয়েছে দিঘা সহ উপকূলবর্তী এলাকায়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করা নুলিয়ারা ও প্রশাসনের আধিকারিকরা। জীবনের ঝুঁকি নিয়ে তলিয়ে যাওয়া ওই পর্যটককে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন নুলিয়রা৷

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল ও মোহনা থানার পুলিশ আধিকারীরা। উদ্ধার ওই পর্যটক সুস্থ রয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে ।সরকারী সিভিল ডিফেন্স সৌমেন ঘোড়াই বলেন ” সকাল থেকে বৃষ্টি হচ্ছে৷ এমনিতে সমুদ্র উত্তাল।

সমুদ্র স্নান না নামার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে। সেখানে একজন বসতে বসতে আচমকাই সমুদ্রে নেমে যায় এবং তলিয়ে যায়। কর্তব্যরত নুলিয়া ও সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে৷ ওই যুবক মোটামুটি সুস্থ রয়েছে “।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *