নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বালি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ট্র্যাক্টারের চালকের। মৃত্যুর ট্রাক্টর চালকের নাম সহদেব খাড়াৎ। বাড়ি খণ্ডঘোষের নবগ্রাম সানঘাট এলাকায়।রবিবার এমনই মর্মান্তিক ঘটনাতে ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোস থানার অন্তর্গত খেজুরহাটি বাজার সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বালি বোঝায় ট্রাকটারটি খণ্ডঘোষ থেকে খেজুর হাটির দিকে বালি বোঝাই করে আসছিল ঠিক সেই সময়ই ওই ট্রাক্টরের চালক ট্রাক্টার থেকে আচমকায় পড়ে যায় ট্রাক্টরের চাকার তলায়। চালকবিহীন অবস্থায় ট্রাকটারটি টি বেশ কিছু দূরে যাওয়ার পর রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায়।
এলাকাবাসী ও খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে গুরুতর জখম অবস্থায় ট্রাক্টর চালককে উদ্ধার করে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে শোকোস্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা ।