নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রাত পোহালেই স্বাধীনতা দিবস। ৭৫তম স্বাধীনতা দিবসে কোন জঙ্গি সংগঠনগুলো কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তারজন্য সচেষ্ট রয়েছে প্রশাসন। বর্ধমান শহরে রবিবারেও স্নিফার ডগ দিয়ে চলছে নাকা চেকিং। স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মোড়া হল বর্ধামনকে।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান থানার পক্ষ থেকে থেকে এইদিন বর্ধমান শহরের শপিংমল, বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পগুলিতে নাকা চেকিং করা হয়। ডি এস পি ট্রাফিক টু রাকেশ কুমার চৌধুরী জানান, গতকাল থেকেই চলছে নাকা চেকিং এখনো পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে গিয়েও নাকা চেকিং করবেন।
স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার স্বার্থে এই চেকিং বলে জানিয়েছেন তিনি।উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অনান্য পুলিশ আধিকারিকরা।