দত্তপুকুর স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার রাতে এক তৃণমূল নেতার উপর অতর্কিত হামলা,অভিযোগ আর এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিরাটী :: দত্তপুকুর স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার রাতে এক তৃণমূল নেতার উপর অতর্কিত হামলা,অভিযোগ আর এক তৃণমূল নেতার বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা।ঘটনাস্থলে আছে দত্তপুকুর থানার পুলিশ। দত্তপুকুর এক নম্বর রেলগেট সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি কিনছিলেন কাশিমপুর পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু।

তখনই একদল দুষ্কৃতী এসে তার উপর আক্রমণ চালায়,মারধর করে, পকেট থেকে বেশ কিছু টাকা তুলে নেয়, তার চশমা ভেঙে দেয়, একই সাথে প্রাণনাশের হুমকিও দেয়।তবে জনবসতি থাকার কারণে প্রাণে বেঁচে গেলেও তাকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

প্রায় ২৫-৩০ জনের দল এসেছিলো বলে অভিযোগ করেন অমল বাবু,এবং তাদের মধ্যে অনেককেই চেনেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে দত্তপুকুর থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। এই ঘটনার পরে দত্তপুকুর থানার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বেশ কিছুক্ষণ স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − thirteen =