অবিরাম বৃষ্টির জেরে জলবন্দি এলাকাবাসী

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: সুন্দরবনের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। আর বৃষ্টিপাতের কারণে জল জমতে শুরু করেছ জমি খেলার মাঠ সর্বত্র। শনিবার সন্ধ্যা ও আজ ভোর থেকে বৃষ্টিতে আপাতত চাষের কাজে স্বস্তির ছায়া দক্ষিণ ২৪ পরগনায়। অন্যদিকে রাস্তা ঘাট জল জমে যাওয়ায় দেখা দিয়েছে সাধারণ মানুষের ভোগান্তি।

স্কুল কলেজ গুলিতে উপস্থিতি হার যথেষ্টই কম।বজ্র বিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। জলমগ্ন হয়ে পড়েছে জেলার শহরতলিগুলিও। জমা জলে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষদের। গ্রামীণ এলাকায় ডুবেছে পুকুর ও চাষের জমি।

আমন ধান, মরসুমি সবজি ও মাছ চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টিতে মাটির বাড়িগুলি নড়বড়ে হয়ে পড়েছে। ভেঙে পড়তে পারে বাড়িগুলি। প্রয়োজনে ফ্ল্যাড সেন্টার বা কাছাকাছির স্কুলে তুলে নিয়ে যাওয়া হবে।

বৃষ্টির পাশাপাশি আজও কোটালের জেরে সুন্দরবনে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। মাটির বাঁধগুলি দুর্বল থাকায় যে কোন মুহূর্তে ফাটল দেখা দিতে পারে।

আজও সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারী আছে। পর্যটনকেন্দ্র বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রে নামতে দেওয়া হবে না। বেলা বাড়লে জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে।

প্রতিটি ব্লকের ক্ষয়ক্ষতির তালিকা তৈরীর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ব্লকগুলিতে কন্ট্রোলরুম খোলা আছে। দুর্গতদের ত্রিপল ও শুকনো খাবার বিলি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − nine =