নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা দক্ষিণ হাওড়ায় বাড়ি বাড়ি গিয়ে শিশুদের হাতে ‘বর্ণপরিচয়’ তুলে দিলেন। সোমবার ২৬ সেপ্টেম্বর সকালে দক্ষিণ হাওড়ায় দলের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের হাতে ‘বর্ণপরিচয়’ পুস্তক প্রদান করা হয়।
এই কর্মসূচি সম্পর্কে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রিতম দাস জানান, ২৬ সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে আমরা শৈশব প্রজন্মের হাতে শিক্ষা ক্ষেত্রে অক্ষরজ্ঞানের প্রধান স্তম্ভ হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লিখিত বর্ণপরিচয় তুলে দিয়েছি।
এর পাশাপাশি তাদের হাতে সামান্য খাদ্যসামগ্রী তুলে দিয়েছি। এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের সাথে জনসংযোগ কর্মসূচি করেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সমাজের প্রতি অবদান, শিক্ষাক্ষেত্রে তাঁর আদর্শ ও কর্মযজ্ঞের প্রতি বর্তমান রাজ্য সরকার যেরকম শ্রদ্ধাশীল তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে।