নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ক্রীস্টমাস উপলক্ষে বড়দিনের গিফট ঝোলায় ভরে চুপিসারে রেখে যান সান্টাক্লজ। ছোটদের এমন কাহিনী গল্পগাথা শোনা যায়। কিন্তু পুজোর উপহার হিসেবে নতুন জামাকাপড় বস্ত্র কিনে তা বাড়ি বাড়ি ঘুরে রাতের আঁধারে সকলের অলক্ষ্যে রেখে এলেন কিছু উৎসাহী যুবক।
এদের পরিচয় এরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদ কর্মী। সোমবার মধ্যরাতে শিবপুর কেন্দ্র তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি সুপ্রভাত মশাটের উদ্যোগে এই অভিনব কর্মসূচি নেওয়া হয়। আর্থিকভাবে পিছিয়ে থাকা এমন মানুষদের বাড়ির দরজায় গৃহস্বামীদের অজান্তেই শারদীয়া উপলক্ষে বস্ত্র উপহার রেখে আসা হয়।
সুপ্রভাত জানান, দল আছে বলেই আমরা আছি। আমরা কেউ দলের ঊর্ধ্বে নয়। তাই রাতের অন্ধকারে নিঃশব্দে এই কর্মসূচি পালন করলাম। ঘুম থেকে উঠে মানুষগুলো ঘরের দরজা খুলেই পুজোর উপহার পেয়ে হয়তো খুশি হবেন।