নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: পুজোর আগেই অভিনব কেপমারির ঘটনা হাওড়ায়। সাহায্য চাওয়ার অছিলায় মোবাইল চুরির ঘটনা ঘটল ব্যাঁটরা এলাকায়। মঙ্গলবার ওই ঘটনা ঘটে। কদমতলায় এক সংস্থার অফিসে সাহায্য চাইতে আসেন এক যুবক। বোবা-কালার ভান করে একটি কাগজ দেখিয়ে সাহায্যের আর্জি জানান তিনি।
কাগজে লেখার অধিকাংশই পড়া না গেলেও সাহায্যের আবেদনের অংশটি পড়ে অফিসে থাকা দুই মহিলা সহ তিনজন কর্মী নিজেরা যখন টাকাপয়সা বার করছিলেন সেই সময়ে ওই যুবক পাশের টেবিলের উপরে থাকা এক মহিলাকর্মীর দামী মুঠোফোন সরিয়ে ফেলে এবং সাহায্যের টাকা হাতে পেয়েই তড়িঘড়ি অফিস ছেড়ে বেরিয়ে যান।
ফোন চুরির পুরো ঘটনাটাই ধরা পড়ে অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুজোর আগে এই ধরনের কেপমারি নিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ।