নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: হুগলীর সাহাগঞ্জ কেওটা উজ্জ্বল সংঘের পুজো এবার ৬৪তম বর্ষে পদাপর্ণ করল। এবারে কেওটা উজ্জ্বল সংঘের ভাবনা ডেলি হান্ট ও তারা নিউজের যৌথ উদ্যোগে আয়োজিত শারদ সম্মান ছিনিয়ে নিল। এখানকার থিম ভারতীয় ডাকঘর।ভারতীয় ডাকঘরের চিঠি আদান প্রদান আজ প্রায় বিলুপ্তির পথে।
মানুষ আজ আর হাতে লেখা চিঠি কাউকে পাঠায় না। পোস্টকার্ড, ইনলান্ড লেটার, ডাকটিকিটের গুরুত্ব ক্রমশ সাধারণ মানুষের কাছে কমেছে। মোবাইলের যুগে বর্তমান প্রজন্ম পরিবারের কাউকে চিঠি লিখতে দেখেনি। রানাররা আজ আর ছোটে না। সমগ্র মণ্ডপসজ্জায় উজ্জ্বল সংঘ মূলত এই বিষয়টিকে তুলে ধরেছে।
আজ ডেইলি হান্ট ও তারা টিভির স্মারক উজ্জ্বল সংঘের সদস্যদের হাতে তুলে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পুরস্কার পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন উদ্যোক্তারা।