নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ভুল চিকিৎসা’য় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুরে। মৃতের নাম মন্টু পোড়েল (৪২)। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ স্থানীয় কোঁপা গ্রামের মন্টু পোড়েলকে বুকে ব্যাথার উপসর্গ নিয়ে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
সেই সময় কোন ধরণের পরীক্ষা না করে হাসপাতালের তরফে তাকে সাপে কামড়ানোর চিকিৎসার ‘ফুল ডোজ ২০ টি এ.ভি.এস’ দেওয়া হয় বলে অভিযোগ। পরে দুপুর ১১ টা নাগাদ অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও ঐ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃতের পরিবারের তরফে দাবি, পরে রক্ত পরীক্ষা করে দেখা যায় মন্টু পোড়েলকে সাপে কামড়ায়নি, তবুও তাকে এ.ভি.এস ইঞ্জেকশান দেওয়া হয়েছিল। আর ঐ ঘটনার জেরেই এই অকালমৃত্যু বলে তাদের দাবি।