নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: মিজোরামে পাথর ভাঙ্গার কাজে গিয়ে পাথরে ধ্বস নেবে মৃত্যু হল ৩ যুবকের। তারা প্রত্যেকে নদীয়ার তেহট্ট থানার কালিতলা এলাকার বাসিন্দা। পরিবারের কাছে খবর পৌঁছাতে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। গতকালই তারা পুরো ঘটনাটি জানতে পারে বলে জানা যায়।
সূত্রের খবর কালীতলা পাড়ার বাসিন্দা রাকেশ বিশ্বাস, বুদ্ধদেব মন্ডল এবং মিন্টু বিশ্বাস। তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে কুড়ি বছরের মধ্যে। গত মঙ্গলবার মিজোরামে কাজের উদ্দেশ্যে বের হয় তারা। বেশ কয়েকদিন পাথর ভাঙ্গার কাজ করছিল বলে জানা যায়। গতকাল হঠাৎ তাদের কাছে খবর আসে পাহাড়ে পাথরে ধস নেবে, তারা তলায় চাপা পড়ে যায়।
এই খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। তবে বুদ্ধদেব মন্ডলের বাবা সুনীল কুমার মন্ডল জানান, তারা গতকাল এই বিষয়টি জানতে পারে। পাথরের ধ্বস নেমেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন বুদ্ধদেব মন্ডল এর দেহ সনাক্ত করা গেল বাকি দুই যুবকের দেহ এখনো নিখোঁজ রয়েছে। তবে কিভাবে খবর এসেছে তা সুস্পষ্ট জানাতে পারেনি তিনি। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।