কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২৭শে, মার্চ :: পঞ্চায়েতের রাজনীতির পাঁচ পয়জার । তার জেরে উন্নয়ন স্তব্ধ গোটা এলাকায়। প্রশ্ন করলেই একে অপরের মধ্যে কাদা ছুড়তেই ব্যস্ত প্রধান থেকে শুরু করে উপপ্রধান সঞ্চালকরা। জোট পরিচালিত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের এই অবস্থা। আর তার জেরে পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী।
ঘুরে আবার সেই পঞ্চায়েত ভোট সামনে। এলাকায় নেই কোন পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, জলাধার গুলি বিগত কয়েক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। এমনকি কলেজ পাইপও চুরি হয়ে গেছে, গ্রামের মহিলাদের বাড়ি থেকে বেরিয়ে প্রায় ২০০, ৩০০ মিটার দূর থেকে জল আনতে হয়।
নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল, এলাকায় ড্রেনেজ সিস্টেম নেই, গ্রামের আবাস যোজনার ঘর কেউ পায়নি। সম্পূর্ণটাই নিল হয়ে আছে। বৃষ্টি হলে এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকে আর সেই জমে থাকা জলে মশার লার্ভা জন্মায়, দুর্গন্ধ ছড়ায়। নোংরা আবর্জনায় ভর্তি এলাকা এক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই বাস করছেন সাহাপুর অঞ্চলের মানুষ।
এলাকাবাসীদের অভিযোগ সরকার থেকে প্রায় কোটি টাকা অঞ্চলে আসলেও সেই টাকার কাজ করা হয় না। প্রধান কে এলাকায় দেখতে পান না এমনকি এলাকার মানুষ প্রধানের মুখ ও চেনেন না।
পঞ্চায়েত সূত্রে জানা যায় সাহাপুর অঞ্চল ২০১৮ সালের বিজেপির দখলে ছিল । তারপর ২০২১ সালে বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থা করে তৃণমূলের প্রধান কে অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও সাহাপুর অঞ্চলটি বর্তমানে জোট পরিচালিত। উপপ্রধান সঞ্চালক বিজেপির। ২৩ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৫, বিজেপি ১৩, কংগ্রেস ৪, সিপিএম ১,।