নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ২৯ শে মার্চ :: তিলি জাতি ও.বি.সি তালিকাভূক্ত, সারের কালোবাজারি বন্ধ, সরকারী ধান ক্রয় কেন্দ্রে ‘বাটা’ প্রথা বন্ধ, হাতি সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ সহ ৯ দফা দাবিতে জেলাশাসককে ডেপুটেশন দিলেন বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের সদস্যরা।
বুধবার মিছিল করে ঐ সংগঠনের সদস্যরা বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান। পরে তাঁদের এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে তাঁদের দাবি পত্র তুলে দেন। বাঁকুড়া জেলা তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের তরফে দাবি করা হয়েছে, অর্থনৈতিক দিক থেকে তাঁদের জাতির মানুষেরা এখনো অনেক পিছিয়ে আছেন।
ও.বি.সি তালিকাভূক্ত না হওয়ায় তাঁদের ছেলে মেয়েরা সরকারী-বেসরকারী নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এই অবস্থায় দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন তাঁরা।