নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: ০৯,মে :: আজ ১৬৩ তম রবীন্দ্রজয়ন্তী পালিত হচ্ছে দেশ তথা পৃথিবী জুড়ে। বাঙালির মননে ও সংস্কৃতি-কৃষ্টিতে রবীন্দ্রনাথ ঠাকুর চিরস্মরণীয়। শুধু সাহিত্য ও সংস্কৃতিই নয়, দর্শন, পরাধীন ভারতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও অগ্রপথিকের ভূমিকা পালন করেছিলেন তিনি।
জেলার বিভিন্ন জায়গার সঙ্গে মালদা ইংরেজবাজারের কুড়ি নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা পল্লীতে ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারের উদ্যোগে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী। সর্বমঙ্গলা পল্লী থান প্রাঙ্গনে বট বৃক্ষের ছায়ার নীচে রবীন্দ্র সংগীত নৃত্য ও রবীন্দ্রনাথের আবৃতি এক অন্য মাত্রা যুগিয়েছে অনুষ্ঠানে।
পাড়ার প্রবীণ নাগরিক, সহ মহিলারাও সুরে সুর মেলান গানে গানে। কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার কেউ কোরাস গানে সুর মেলাতে দেখা যায় স্বভাব সিদ্ধ অভ্যেসে। তবে সমস্ত অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি লক্ষ্যণীয় তা হল একটি উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ, বটবৃক্ষের ছায়া যা কিছুক্ষণের জন্য যেন শান্তিনিকেতনের পরিবেশ ফুটে ওঠে স্বতঃস্ফূর্তভাবে