আবারো অবনতিকতা চিত্র, অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে ব্যাগে ভরে মৃত্যু শিশুকে বাড়ি নিয়ে গেল অসহায় পিতা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: কালিয়াগঞ্জ :: ১৫,মে :: পুনরায় অমানবিকতার চিত্র দেখলো কালিয়াগঞ্জবাসী। অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে মৃত শিশুকে ব্যগে করে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে নিয়ে যায় মৃত শিশুর বাবা। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা অসীম দেবশর্মা স্ত্রী জমজ সন্তানের জন্ম দিয়েছিল।

পাঁচ মাস পর দুই শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ে। গত রবিবার তাদের দুইজনকেই কালিয়াাগঞ্জের ষ্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। অবস্থার অবনতি হওয়ায় কারণে রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

সোমবার দুই শিশু সন্তানকে রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।অবস্থার আরো অবনতি হলে দুই শিশুকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার তাদের শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার তাদের মধ্যে একটি শিশুর অবস্থার উন্নতি হয় এরপর তাকে মেডিক্যাল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়।বৃহস্পতিবার শিশুর মা এক সন্তানকে নিয়ে কালিয়াগঞ্জে চলে যান। শিশুর বাবা অসীম দেবশর্মা ছেলেকে নিয়ে থেকে যান। শনিবার রাতেই শিশু সন্তানের মৃত্যু হয়।

অসীমবাবু শিশু সন্তানকে নিয়ে ফেরার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে এ্যাম্বুলেন্স চালক আট হাজার টাকা দাবি করেন পেশায় দিন মজুর অসীমবাবু এরমধ্যেই চিকিৎসা বাবদ ১৬ হাজার টাকা খরচ করেছেন। অভাবের সংসারে ১৬ হাজার টাকা ব্যায় করে সর্বশান্ত পরিস্থিতি তার।তার উপর অ্যাম্বুলেন্সের জন্য আট হাজার ব্যায় করা তার পক্ষে অসম্ভব।

উপায় না পেয়ে রবিবার ভোর পাঁচটায় মৃত শিশুকে ব্যাগে ভরে মেডিক্যাল কলেজ থেকে রওনা হন। মৃতদেহ ব্যাগের মধ্যে রেখে তিনি বাসে করে শিলিগুড়ি থেকে রায়গঞ্জে আসেন। রায়গঞ্জ থেকে একটি বেসরকারি বাসে কালিয়াগঞ্জে পৌছান।

কালিয়াগঞ্জে পৌছানোর পর কালিয়াগঞ্জ বিজেপি তরফ থেকে একটি অ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করে দেওয়া হয়।সেই মৃত দেহ কালিয়াগঞ্জ থেকে ডাঙ্গিপাড়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 3 =