ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে পুলিশ কিভাবে বলে এটা আত্মঘাতী ঘটনা ? বিজেপি নেতার মৃতদেহ নিয়ে পুলিশের মন্তব্যে কটাক্ষ বিজেপি সাংসদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৫,মে :: তৃণমূল গোটা রাজ্যজুড়ে খুন ও ধর্ষণের রাজনীতি করছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে পুলিশ কিভাবে বলে এটা আত্মঘাতী ঘটনা ? গতকাল বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসকদল ও প্রশাসনকে কটাক্ষ করলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

গতকাল নদীয়ার হাঁসখালি থানার পিপুলবেড়িয়া এলাকা থেকে বিজেপি বুথ সভাপতির মৃতদেহ আম বাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। ওই বুথ সভাপতি নাম নকুল হালদার বয়স আনুমানিক ৬০ বছর। পরিবারের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরায় পরিকল্পিতভাবে তাকে খুন করে ঝুলিয়ে রেখেছে। তার কারণ নকুল হালদারের একটি পা ভাঙ্গা অবস্থায় ছিল।

তিনি যদি আত্মঘাতী হয়ে থাকবেন তাহলে পা ভাঙলো কে এই প্রশ্ন তুলেছিল পরিবারের লোকজন। এদিন মৃত ওই বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির একটি প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারী এবং কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশিষ বিশ্বাস।

প্রথমে তারা পরিবারের সঙ্গে কথা বলেন এবং যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই ঘটনাস্থলে পরিদর্শন করেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, বিজেপি গোটা রাজ্যজুড়ে খুন এবং ধর্ষণের রাজনীতি করছে। বুথ সভাপতি নকুল হালদারকেও তারা সুপরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। আর ময়নাতদন্তের আগেই হাঁসখালি থানার কোন এক পুলিশ এসে বলছেন এটি আত্মঘাতীর ঘটনা।

পুলিশ ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার আগে কিভাবে জানতে পারল এটা আত্মঘাতী ঘটনা সেই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি প্রশাসন শাসকদলের পৃষ্ঠপোষক হয়েই কাজ করছে বলে জানান তিনি। অন্যদিকে এই ঘটনার তদন্ত কত দূর এগোলো সে বিষয়ে জানতে হাসখালি থানার দিকে রওনা হয় বিজেপির প্রতিনিধদল। তারা প্রশাসনের উপর আস্থা না রেখে সিবিআই তদন্তের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =