টিউব ওয়েলে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১,জখম দুই

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া:: শুক্রবার ২,জুন :: উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের বকজুড়ি লিচুতলা গ্রামের ঘটনা। কাজ করতে আসা শ্রমিক সূত্রে জানা যায় লিচুতলা এলাকায় একটি পানীয় জলের ডিপ টিউবয়েল এর কাজ চলছিল।

আজ সকালে বোরিং এর কাজ শেষ হতেই পাইপ গোছাচ্ছিলেন শ্রমিকরা। সেখান থেকেই পাইপের মাথা ১১০০০ ভোল্ট বিদ্যুৎ এ ঠেকে গিয়ে ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ঠ হয় । তাকে বাঁচাতে গেলে আরো দুইজন আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বিদ্যুৎ ব্রেক ডাউন করে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম হালিম গোলদার বয়স আনুমানিক ৩০ বছর। তার বাড়ি দেগঙ্গা থানার অন্তর্গত সোহাই নিমতলা এলাকায়। মৃতদেহটি ইতিমধ্যে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

তবে পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ মৃত যুবকের দুই সন্তান রয়েছে পরিবারের একমাত্র রোজগরের ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যু হওয়ায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবারে । শ্রমিকরা জানাচ্ছেন যদি মৃত ওই ব্যক্তি কোন রকমের সাহায্য পান তাহলে তার পরিবারটি বেঁচে যাবে না হলে তারা পথে বসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 20 =