ছেঁড়া জিন্স বিতর্ক: এবার মোদিকে কটাক্ষ প্রিয়াংকা গান্ধীর

সংবাদপ্রবাহ নিউজ ডেস্ক :: ১৯শে,মার্চ :: কলকাতা :: 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতের ছেঁড়া জিন্স নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক ক্রমে বেড়েই যাচ্ছে। স্বামীর পক্ষে রাওয়াতের স্ত্রী সাফাই গাইলেও বিতর্কের আঁচ এতটুকু কমেনি।

ছবিতে মোদি, গড়কড়িদের সাদা জামা এবং খাঁকি হাফপ্যান্ট পরে থাকতে দেখা গেছে। যা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পুরনো উর্দি। একটি ছবিতে সংঘ প্রধান মোহন ভাগবতকেও দেখা যায়। সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তীর্থ সিং রাওয়াত। মঙ্গলবার দেরাদুনে শিশু অধিকার রক্ষা কমিশনের একটি কর্মশালায় গিয়ে তিনি বলেন, ছেঁড়া জিন্স পরে কীভাবে নারীরা বাড়িতে সন্তানদের জন্য সঠিক পরিবেশ তৈরি করতে পারছে না।

তিনি জানান, ছেঁড়া ডেনিম পরছেন, হাঁটু দেখা যাচ্ছে, এই মূল্যবোধই দেওয়া হচ্ছে এখন। কোথা থেকে শেখানো হচ্ছে এসব? ‘স্কুল বা শিক্ষকদের কী কোনও ভুল রয়েছে? আমরা ছেলেকে ছেঁড়া জিন্স পরিয়ে কোথায় নিয়ে চলেছি? মেয়েরাও ছেঁড়া জিনস পরছে।’প্রশ্ন রেখে তীর্থ সিং বলেন, এটা কি ভালো? সবাই পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে দৌড়াচ্ছেন। যেখানে পশ্চিমা দেশগুলো আমাদের যোগাসনকে অনুসরণ করছেন, সেখানে কেন ভারতীয়রা ছেঁড়া জিনস পরছেন?

তার এই মন্তব্যের পরেই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র, অভিনেত্রী জয়া বচ্চনরাও তাতে যোগ দেন। যদিও স্বামীর পক্ষ নিয়ে তীর্থের স্ত্রী রশমি ত্যাগী বলেন, তিনি বলছিলেন আমরা অন্ধের মতো কীভাবে পশ্চিমা সংস্কৃতির পিছনে দৌড়াচ্ছি। হাজার-হাজার বছর ধরে আমাদের নিজের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা অনুসরণ করছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =