সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: প্রতি বছরেই নজরকাড়া থিমের প্রতিযোগিতা শুরু হয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের শারদোৎসবে। বাজেট কাটছাঁট হলেও আন্তরিকতায় খামতি নেই কোনো পুজা উদ্যোক্তাদের। করোনার বিধিনিষেধের ব্যাপারেও এবছর যথেষ্ট সতর্ক পুজাকমিটিগুলি।
বারুইপুর এর ভাই ভাই সংঘ এর এবার ৫২ তম বর্ষে বিশেষ চমক নিয়ে হাজির। উড়িষ্যা- বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষদের হাতের তৈরি পোড়া বাঁশ দিয়ে নাগাল্যান্ডের আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে তাদের মণ্ডপে । এই পুজা কমিটির এবছরের ভাবনা “নাগাদেশে নারায়ণী” । কমিটির অন্যতম সদস্য অলোক নস্কর জানান ” বাঁশ, তালপাতা, কাঠ ,পাতা, খড়, ফাইবার দিয়েই মণ্ডপ নির্মিত হয়েছে ।
নাগাল্যান্ডের আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিভিন্ন মূর্তিতে সেজে উঠবে এই মণ্ডপ । ভিতরে বাড়তি আকর্ষণ ধামসা মাদলের সঙ্গে বাঁশির সুর । প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। পুজা কমিটি করোনা সুরক্ষাকে মাথায় রেখেই সংঘ ভবনে তিনটি শয্যা, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে । ২৪ ঘন্টা চিকিৎসকও থাকবে নজরদারিতে । “