সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ০৫,জানুয়ারি :: শীত নামার পর থেকে উত্তরে তাপমাত্রার পারদ ক্রমশই নামছে। সমতল থেকে পাহাড় কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা বুধবার নেমে যায় এক ডিগ্রির কাছাকাছি। কনকনে ঠান্ডা শৈল শহরে, উপভোগ করছেন পর্যটকরা। সাধারণত শীতের সময় দার্জিলিং এ পর্যটকদের ঢল নামে এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
বড়দিন থেকে লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং এ পর্যটকদের ঢল। কনকনে ঠান্ডা উপভোগ করছেন পর্যটকরা। বুধবার তাপমাত্রা পারদ এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে যায়, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.২। যদিও আজ তাপমাত্রা পারদ কিছুটা উঠেছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৬। পাশাপাশি আরেক পাহাড়ি শহর কালিম্পং এ তাপমাত্রার ক্রমশই নিম্নমুখী। শুধু দার্জিলিং কিংবা কালিম্পং নয়, গোটা উত্তরবঙ্গ জুড়েই শীতের দাপট অব্যাহত। বৃহস্পতিবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠান্ডার দাপট কিন্তু অব্যাহত।