নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ৭,ফেব্রুয়ারি :: বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওড়া সফর। সুত্রের খবর হাওড়ার সাঁতরাগাছিতে আসবেন তিনি। এদিন কয়েকটি কাজের উদ্বোধন ও করবেন তিনি। জানা গিয়েছে এদিন ভার্চুয়ালি উদ্বোধন করবেন আমতা সুপার স্পেশালিটি হসপিটালের। উল্লেখ্য আমতা গ্রামীণ হাসপাতালের হাল ফেরাতে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর কার্যত শপথ নিয়েছেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাজি।
মূলত তাঁরই চেষ্টায় আমূল উন্নতি ঘটে এই হাসপাতালের। এখন এই হাসপাতালের বেড সংখ্যা ১২০ থেকে বেড়ে হল মোট ৩৬০। এদিন ২৪০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাসপাতাল থেকে সব ধরনের চিকিৎসা পাওয়া যাবে। এতদিন কলকাতা যেতে হতো বিভিন্ন রোগের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পেতে।এই হাসপাতাল চালু হলে আর তা হবে না।