সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: গোসবা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ভোট গ্রহণ এর জন্য বৃহস্পতিবারই জলপথে রওনা দিল ১৩২০ জন ভোট কর্মী ৩৩০ বুথের জন্য । ৩০ অক্টোবর গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে।এই বিধানসভা কেন্দ্রের মধ্যে ৯ টি দ্বীপে রয়েছে মানুষের বসবাস।যাতায়াতে একমাত্র পথ জল পথ।যার ফলে ভোট গ্রহণের একদিন আগেই বুথে বুথে পৌঁছাতে হয় ভোট কর্মীদের।
এবারের উপ নির্বাচনে থাকছে ৪৩ টি বুথে সিসি টিভি ক্যামেরা ,৩০ টি বুথে থাকছে ভিডিও গ্রাফি এবং ১৮৯ টি বুথে থাকছে সরাসরি লাইভ এর ব্যবস্থা। যা নির্বাচন কমিশনের অফিসে সরাসরি দেখতে পাবে।গোসাবা বিডিও বিশ্বনাথ চৌধূরী জানান আগামী ৩০ অক্টোবর ১২৭ গোসাবা তফশিলি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে । নদী পথ বলে আজই বুথে বুথে পাঠানো হচ্ছে ভোট কর্মীদের।