তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে অনুষ্ঠিত হল ব্যাঙের বিয়ে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ২৭,এপ্রিল :: চলছে তীব্র দাবদাহ। বৃষ্টির যে দেখা নেই। তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয়, ফাটল ধরছে চাষের জমিতে। স্বস্তির আসায় প্রহর গুনছে বাংলাবাসী। তবে এবার বৃষ্টির আসায় নদীয়ার শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে।

শুক্রবার রাতে মহাধুমধাম করে ছাদনাতলা বানিয়ে, রীতি নিয়ম মেনে মন্ত্রচারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙের বিয়ে। যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধরণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহা ভোজের ব্যবস্থা। এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন। আর তারপরই বৃষ্টি হয়। তাই এবছরও তাঁদের এই অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 4 =