কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: সারারাত ব্যাপী আদিবাসী ঝান্ডি মেলায় মাতলেন চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর ওরাওঁ পাড়ার বাসিন্দারা। কাশিমপুর আদিবাসী ধুমকুরিয়া ক্লাবের পরিচালনায় এই মেলার আয়োজন করা হয়।শনিবার ঝান্ডি যাত্রা পুজোর আয়োজন করা হয়েছিল। এরপর রাত ১১টা থেকে মেলা অনুষ্ঠিত হয়। মেলার মূল আকর্ষণ ছিল ঝান্ডি নৃত্য।
পাশাপাশি, ছিল আদিবাসী ঝুমুর নাচ, গান, কুইজ প্রতিযোগিতা। হিন্দু-মুসলিম নির্বিশেষে মানুষ এদিনের অনুষ্ঠানে অংশ নেন বলে জানান কাশিমপুর আদিবাসী ঝান্ডি মেলা কমিটির সভাপতি ছবিলাল ওরাওঁ। এই মেলায় উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি, ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অবাইদুর রহমান সহ অন্যান্যরা।