নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: কোভিড পরিস্থিতিতে কাজহারা অসহায় মানুষদের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জেলায় জেলায় “মা ক্যান্টিন” চালু করার কথা ঘোষনা করেন। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও তা চালু হয়। বুধবার মাত্র ৫ টাকায় ডাল, সবজি, ডিম, ভাত সহযোগে ভরপেট খাবার !
দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে মা ক্যান্টিন চালু হল পাঁশকুড়া পুরসভাতেও।রোজ কুপন সংগ্রহের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া হবে খাবার। এদিন ক্যান্টিনের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, তমলুকের মহকুমাশাসক সৌভিক ভট্টাচার্য, পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র প্রমুখ। মাত্র পাঁচ টাকার বিনিময়ে খাওয়ার পাওয়ায় ভীষন খুশি স্থানীয় হকার থেকে দুঃস্থ পরিবারের মানুষজন।।