BREAKING NEWS :: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: দীর্ঘদিন রোগভোগের পরে শনিবার প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া। শেষ দিকে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদিন তাঁর কন্যা মল্লিকা পিতার মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। গত এক সপ্তাহ ধরেই তিনি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। রবিবার দুপুরে দিল্লিতে বিনোদ দুয়ার শেষকৃত্য সম্পন্ন হবে।

হিন্দি সাংবাদিকতা জগতে বড় নাম ছিলেন বিনোদ। দূরদর্শন, এনডিটিভি ইত্যাদি সংস্থায় কাজের পরে তিনি দ্য ওয়্যার’-এর ডিজিটাল প্লাটফর্মে কাজ করছিলেন। মল্লিকা তাঁর বাবার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, দিল্লির রিফিউজি কলোনি থেকে উঠে এসে চার দশক ধরে বাবা যে নির্ভীক এবং সৎ সাংবাদিকতার পথে চলেছেন তা এক কথায় অনবদ্য।

বিনোদ এবং তাঁর স্ত্রী পদ্মাবতী দুজনেই করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন। গত জুন মাসে পদ্মাবতী মারা যান। বিনোদ এত দিন লড়াই করে শেষ অবধি মৃত্যুর কাছে হার মানলেন।

সংবাদ সূত্র সৌজন্য : ওয়ান ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + one =