BREAKING NEWS :: সৌরভের হৃদযন্ত্রে বসানো হলো একটি স্টেন্ট – এখন ডাক্তারি পর্যবেক্ষণে সৌরভ গাঙ্গুলি

সংবাদপ্রবাহ নিউজ ডেস্ক :: ২রা,জানুয়ারি :: কোলকাতা :: সকালে জিম করছিলেন। হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন ভারতের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। সেখান থেকে আজ শনিবার উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তবে তাঁর অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

হাসপাতালের সূত্রের খবর ৪৮ বছর বয়সী সৌরভ আজ সকালে ব্যক্তিগত জিমে অনুশীলন করতে গিয়েছিলেন। সেখানে মাথা ঘুরছিল তাঁর। দ্রুতই তাঁকে কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বলেও জানাগিয়েছে বলে অসমর্থিত সংবাদে জানা যাচ্ছে ।এনজিওপ্লাষ্টি করে ডাক্তাররা বলছেন সৌরভের আর্টারিটে তিনটি ব্লক পাওয়া গেছে | 

ঘনিষ্ঠ সূত্রের খবর গতকাল রাতে তাঁর শরীর ভালো ছিল নাতা সত্ত্বেও আজ সকালে তিনি তাঁর রুটিন মেনে কাজ শুরু করেছিলেন, তাঁর মাথা ঘুরতে শুরু করে। হঠাৎ এই ব্ল্যাকআউটের কারণ কী, সেটি খুঁজে বের করার চেষ্টা করছেন ডাক্তাররা। এটা কার্ডিয়াক কোনো সমস্যার কারণে হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে।’ হাসপাতাল সূত্র জানিয়েছে    সংবাদমাধ্যমকে ।

হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড তৈরি করেছে সৌরভের চিকিৎসার জন্য। এসএসকেএম হাসপাতালের একজন কার্ডিওলজি বিশেষজ্ঞকে এই বোর্ডে রাখা হয়েছে বলে জানাচ্ছে সূত্র ।
সৌরভের ভাই স্নেহাশীষ গাঙ্গুলীকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের খবর ওঁর হৃদ্‌যন্ত্রে কিছু সমস্যা আছে তবে সৌরভ গাঙ্গুলি এখন স্থিতিশীল।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এভাবে সৌরভের হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ জানিয়ে টুইট করেছেন। তাতে লেখা, ‘সৌরভ গাঙ্গুলী মৃদু হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে শুনে খারাপ লাগছে। তাঁর দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি।’
আমাদের কাছে খবর হাসপাতাল সূত্রে জানাযাচ্ছে যে সৌরভের তিনটি আর্টারি ব্লক তার মধ্যে সম্ভবত একটি ৯০ শতাংশ ব্লক । তাঁর হৃদ যন্ত্রে একটি স্টেন্ট প্রতিস্থাপন করে হয়েছে বলে খবর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =