BREAKING NEWS :: বৃটেনের রানি এলিজাবেথ করোনা আক্রান্ত – উদ্বেগ বিশ্বজুড়েই

ব্যুরো নিউজ :: সংবাদ  প্রবাহ :: নয়াদিল্লি :: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের সূত্র দিয়ে  বিবিসি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, রানির ‘মৃদু ঠাণ্ডার মতো উপসর্গ’ রয়েছে। তবে আগামী সপ্তাহে উইন্ডসরে ‘অল্প দায়িত্ব’ পালন তিনি চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যথাযখ নির্দেশনা মেনে চলবেন বলে বিবৃতিতে বলা হয়েছে। করোনাক্রান্ত ছেলে প্রিন্স চার্লসের সংস্পর্শে এসেছিলেন রানি এলিজাবেথ। গত সপ্তাহে প্রিন্স চার্লসের শরীরে করোনা শনাক্ত হয়। সম্প্রতি রানির বাসভবন উইন্ডসর ক্যাসেলের বেশ কয়েকজনই করোনাক্রান্ত হয়।

কয়েকদিন আগেই ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ। গত বছর রানির স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন।  গত কয়েকমাস ধরে রানির শরীরও ভালো যাচ্ছে না।  বড় কোনো লোক সমাগমে তাকে দেখা যাচ্ছে না।  গত নভেম্বরে এক বার্তায় রানি বলেছেন, ‘আমাদের কেউ সব সময় বাঁচবে না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + four =