ফের গরু পাচার মামলায় সিবিআই হাজিরা এড়াচ্ছেন বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল

নিজস্ব সংবাদদাতা :: :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য সোমবার সকাল ১১টায় সিবিআই’এর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।কিন্তু ওইদিন তিনি হাজিরা দিতে পারবেন না বলে ইমেইল করে সিবিআই এর গোয়েন্দাদের জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য গরু পাচার মামলায় তদন্তে নেমে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে তলব করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। এই মামলায় অনুব্রতকে আরও জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার নোটিস পাঠিয়ে বীরভূমের তৃণমূল সভাপতিকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। তাঁকে কলকাতার সিবিআই অফিস নিজাম প্যালেসে সোমবার সকাল ১১টায় হাজিরা দিতে বলা হয়েছিল।

কিন্তু ব্যক্তিগত কারণে তিনি কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।প্রসঙ্গত এর আগে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়ে বহু গুরুত্বপূর্ণ তথ্য সিবিআইয়ের হাতে এসেছে বলে সূত্রের খবর।

সেই তথ্যের ভিত্তিতে আবার অনুব্রতকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দারা। গত বুধবার অনুব্রত মণ্ডলের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই এর আধিকারিকরা।

সেই তল্লাশি অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুব্রতকে তলব করা হয় গরু পাচার মামলায়। বুধবার তদন্তকারী সংস্থা (ইডি)-র একটি দল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং এক নেতার বাড়িতে তল্লাশি চালান। কয়লা ও গরু পাচারের মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত করছে ইডি।

এর আগে গরু পাচার মামলায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে তাঁর সম্পত্তি ও ব্যাঙ্ক আমানতের নথি নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগাল হোসেনকেও ইতিমধেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।সোমবার ফের স্বাস্থ্যপরীক্ষার দিন রয়েছে।

ফলে আজই বোলপুর থেকে কলকাতা এসএসকেএম উদ্দেশ্যে রওয়ানা হন অনুব্রত মন্ডল। যদিও ‘অসুস্থ’ অনুব্রত মণ্ডলকে সিবিআই প্রয়োজনে এসএসকেএম জিজ্ঞেসাবাদ করতে পারেন বলে সূত্র মারফৎ খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =