আবারও ভারী বুটের আওয়াজে বাতাস ভারী হচ্ছে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: বাপের বাড়ি ছেড়ে কৈলাসে ফিরেছে উমা । তাই রাজ্যে কেটেছে উৎসবের ধুম । রাজ্যের দোরগোড়ায় এবার কড়া নাড়ছে বিধানসভা ভোটের উপনির্বাচন । আর তাই এখন শুধু ভারী বুটের আওয়াজ ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ গোসবার গ্রামে গ্রামে । এই কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুতে এই আসনটি খালি হয় ।

৩০ অক্টোবর গোসাবা কেন্দ্রে উপনির্বাচন।তাই ইতিমধ্যেই এই কেন্দ্রে সাত কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে । ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গোসাবা বাজার ও রাঙাবেলিয়া এলাকায় রুট মার্চ করেন । মোট সাত কোম্পানী কেন্দ্রীয় বাহিনীর মধ্যে দু কোম্পানি গদখালি ও চুনাখালী এলাকায় রাখার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ।

তিন কোম্পানী বাহিনীকে রাঙাবেলিয়া এলাকায় এবং বাকি দু কোম্পানী বাহিনীকে সুন্দরবন উপকূল থানা এলাকায় রাখার ব্যবস্থা হয়েছে । এলাকার প্রতিটি গ্রামে গ্রামে ও বাজার এলাকায় চলছে বাহিনীর রুট মার্চ । আর ভারী বুটের আওয়াজে চারিদিকে বাতাস ভারী হচ্ছে সোঁদা মাটি আর নোনা জলের প্রত্যন্ত এই দ্বীপ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seventeen =