করনা বিধি মানাতে আগামী দিনে আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাজ্যে আছড়ে পড়তে চলেছে করোনা তৃতীয় ঢেউ।এটি মধ্যে রাজ্য সরকারের মাথায় পড়েছে চিন্তার ভাঁজ। আজ থেকে রাজ্য জারি করা হয়েছে বিধি নিসিষেধ। বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বারুইপুর বাজারে চলো পুলিশি অভিযান ও মাইকিং মাধ্যমে সতর্কতা মূলক বার্তা । যেসকল ক্রেতা-বিক্রেতারা বাজারে এসেছে সেই সকল ক্রেতা-বিক্রেতা কে দেয়া হল কড়া ধমক।

আগামী দিনে আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। বারুইপুর এসডিপিও ইন্দ্রবদন ঝা বলেন, রাজ্যের যেভাবে করোনা র সংক্রমণ বাড়ছে তা বলাই বাহুল্য রাজ্যে খুব শীঘ্রই আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণের হাত থেকে মানুষকে বাঁচাতে কড়া পদক্ষেপ নিতে হচ্ছে পুলিশ প্রশাসনকে।

বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বাজারে পুলিশি অভিযান চালানো হলো। বহু মানুষকে মাস্ক ছাড়া বাজার করতে দেখা গিয়েছিল সে সকল মানুষকে মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। আগামী দিনে বিনা মাস্কে বাজারে এলে গ্রেফতার করা হবে এই বলে বাজারের প্রতিটি ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *