কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের উদ‍্যাগে পুলিশ ও ব‍্যবসায়ী সমিতির মধ‍্য ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা করা হয় ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুশমন্ডি :: দঃদিনাজপুর জেলার কুশমন্ডি উচ্ছ বিদ‍্যালয় মাঠে কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের উদ‍্যাগে কুশমন্ডি থানার পুলিশ ও ব‍্যবসায়ী সমিতির মধ‍্য ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা করা হয় ।

এদিন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী রাজু জালান। কুশমন্ডি বাসীকে আনন্দ দিতে এই ফুটবল টুনামেন্ট প্রতিযোগিতা করা হয় কুশমন্ডি থানার পক্ষ থেকে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 8 =