সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দঃ ২৪ পরগনা :: গভীর নিম্নচাপ ও অগ্নিমূল্য বাজার দরের প্রভাব সরাসরি লক্ষী প্রতিমা ব্যবসায়ীদের উপর। সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে অনেকে পলিথিন মুড়ে রেখেছে প্রতিমা। বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যাও কম। প্রবল বৃষ্টির কারণে প্রতিমায় জল লেগে নষ্ঠ হচ্ছে প্রতিমা। এই ভাবে বৃষ্টি হলে, বিক্রি হবে না প্রতিমা। লোকসানের হবে বলে জানান ব্যবসায়ীরা।
অন্য দিকে এবছর বাজার দর অনেক বেশি। প্রতিমা অনেক বেশি দামে কিনতে হচ্ছে। পেট্রোল ডিজেলের মূল্য বাড়ায় গাড়ি ভাড়াও বেড়েছে। এই দুয়ের কারণে প্রতিমা বিক্রি করতে হচ্ছে বেশি দামে।
সোনারপুর , বারুইপুরে প্রতিবছরের ন্যায় এবছর ভিড় জমিয়েছে একধিক ব্যবসায়ী। এই মরসুমে প্রতিমা বিক্রি করে একটু লাভের মুখ দেখেন তারা। এবছর লাভ দুরহস্থ , অনেক লোকসান হবে বলে মনে করছেন তার।