চুঁচুড়া অন্নপূর্ণা ঘাটে বিসর্জন চলল কোভিড বিধি মেনে।

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: হুগলি চুঁচুড়া পৌরসভা ও চন্দননগর পুলিশ কমিশনার উদ্যোগে চুঁচুড়া বিধানসভার বিভিন্ন ঘাটে বিসর্জন কর্মসূচি চলছে। আজ চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে কোভিদ বিধিকে মেনে বিসর্জন চলল। গঙ্গাতে কোনরকম আবর্জনার যাতে না থাকে সেই জন্য হুগলী-চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ।প্রতিটি কাঠামো গঙ্গা থেকে তুলে নেওয়া হচ্ছে।

চন্দননগর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে সমস্ত কিছু নজরদারি চালানো হচ্ছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরী কান্ত মুখার্জি বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া থানার আধিকারিক অনুপম ঘোষ সহ সকল পৌরসভার কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =