দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনার কিনারা, বাঁকুড়ায় পুলিশের জালে ৮ দুষ্কৃতী, উদ্ধার নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ফের বড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। মাত্র ৬দিনের ব্যবধানে গ্রেফতার ছিনতাইয়ের ঘটনার মূল ৮ অভিযুক্ত। প্রসঙ্গত উল্লেখ্য ১ লা নভেম্বর গঙ্গাজলঘাটি থানার দেশুড়িয়া ফুলবেড়িয়া রাস্তার কেন্দুয়াডিহি মোড়ে বেসরকারী ব্যাঙ্কের এক কর্মীকে আটকে প্রথমে বোমাবাজি ও পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা নগদ ৫৩ হাজার টাকা ছিনতায় করে নিমেষে চম্পট দেয়।

ব্যাঙ্ককর্মীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। মাত্র ৬ দিনের ব্যবধানে সেই তদন্তে মেলে ব্যপক সফলতা। গঙ্গাজলঘাটি এবং বড়জোড়া এলাকা থেকে ৮ দুস্কৃতী কে গ্রেফতার করে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। উদ্ধার হয় ছিনতায় হওয়া ২৫ হাজার টাকা ,একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি মোটর বাইক।পুলিশের এই সাফল্যকে অন্য নজরে দেখছে এলাকার মানুষ। পুলিশের এই কৃতিত্বে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =