নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: ফেসবুকে প্রেম, বাড়ি থেকে বের হয়ে সন্তান সহ উধাও গৃহবধূ,এরপর থানার দারস্থ হয় স্বামী। গৃহবধূর নাম দূর্গা কর তার বয়স ২৬ বছর। জানা গেছে, ধূপগুড়ির ঠাকুরপাঠ বাজার সংলগ্ন এলাকার প্রদীপ করের সাথে তার ৮ বছর আগে বিয়ে হয় । তাদের একটি ৬ বছরের কন্যা সন্তানও আছে।
গত বুধবার দিন নিজের মেয়ে সহ কিছু সোনাদানা আর নগদ কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে উধাও হয়ে যায় ওই গৃহবধূ। তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর গৃহবধূকে না পেয়ে অবশেষে, থানার দারস্থ হয় তার স্বামী।
তার স্বামী জানায়, তার স্ত্রী অচেনা নাম্বারের সাথে ফোনে কথা বলত, এই নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে ঝামেলাও হয়েছে। অবশ্য নিখোঁজ গৃহবধূর পরিবারের দাবি, সে কোনো চক্রের খপ্পরে পড়েছে। এই নিয়ে তদন্তের দাবিও তোলেন স্থানীয়রা।