মনিপুরে ৪০ তলা বাড়ির সমান উচ্চতায় পৃথিবীর উচ্চতম রেল সেতু নির্মাণ করছে ভারতীয় রেল

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: মনিপুর :: বিশ্বের উচ্চতম রেল সেতু তৈরি করছে ভারত।  মণিপুরের ননী উপত্যকায় তৈরি হচ্ছে এই রেল ব্রিজটি । মণিপুরের উচ্চতম এই রেল সেতুটি প্রায় ১১১ কিলোমিটার দীর্ঘ হবে, যেটি জিরিবাম-ইম্ফল লাইনের সংযোগকারী হিসেবে কাজ করবে। আর এটিতে প্রায় ৪০ তলা বাড়ির সমান উচ্চতা দিয়ে যাবে ট্রেন।

বর্তমানে জিরিবাম-ইম্ফলে যাতায়াতের জন্য সময় লাগে ১০-১২ ঘণ্টা। কিন্তু নতুন এই ট্রেন রুটটি চালু হলে সেই যাতায়াতের সময় মাত্র আড়াই ঘণ্টায় নেমে আসবে। প্রসঙ্গত বর্তমান বিশ্বের উচ্চতম পায়ার ব্রিজ হচ্ছে ইউরোপের মালা-রিজেকা ভায়াডাক্ট।

আর এ সেতুটি ভূপৃষ্ঠ থেকে ১৩৯ মিটার উঁচুতে অবস্থিত। কিন্তু মনিপুরে যে সেতুটি করা হচ্ছে সেটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪১ মিটার উচ্চতায় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =