BREAKING NEWS :: প্রকাশ্য দিবালোকে জাপানের প্রাক্তন  প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা

ব্যুরো অফিস :: সংবাদ  প্রবাহ ::  নয়াদিল্লি ::  অসন্তুষ্টি থেকে জাপানের প্রাক্তন  প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলাকারী আগে থেকেই আবেকে হত্যা করতে চেয়েছিলেন। জাপানের পুলিশের সুত্রে  স্থানীয় গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

          চিত্র  সৌজন্য ইন্টারনেট  ::   গুলি  খেয়ে  মাটিতে লুটিয়ে শিনজো আবে 

স্থানীয় সময় আজ শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরে সেখানেই তিনি মারা যান।

এ ঘটনায় জাপানের পুলিশ তাৎসুইয়া ইয়ামাগামি নামের ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। হামলাকারী জাপানের প্রাক্তন  নৌসেনা (জাপানিজ মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স)। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি অস্ত্র দিয়ে তিনি শিনজো আবেকে গুলি করেন। আটকের পর তাঁর অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। হামলার সময় তাঁর পরনে ধূসর রঙের টি–শার্ট ও ট্রাউজার ছিল।

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটি সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর শিনজো আবের গলা থেকে রক্তপাত হয়। জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে।

চিত্র  সূত্র : ইন্টারনেট  :: মৃত্যুর ঠিক পূর্ব মুহুর্তে  শিনজো  আবে

তিনি জাপানে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে।

শুক্রবার সকালে বিমানে তিনি  ওসাকা পৌঁছে সেখান থেকে নারা শহরে যান । নারা শহরের ইয়ামাতো সাইদাইজি স্টেশনের সামনে জনতার উদ্দেশে ভাষণ শুরু করার মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি গুলিবিদ্ধ হন এবং তাৎক্ষণিকভাবে মাটিতে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাবার  পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =